রাঙ্গুনিয়া উপজেলা প্রশাসন আয়োজিত আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতার উদ্বোধনী খেলা গত মঙ্গলবার দুপুরে রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয় ও উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় ভেন্যুতে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামরুল হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক। উপজেলা স্কাউটস এর যুগ্ম সম্পাদক এম মোরশেদ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক কার্যালয়ের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক আনন্দ কুমার বড়ুয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব, সদস্য ইকবাল আহমেদ বেলাল। পরে প্রতিযোগিতার দ্বিতীয় ভেন্যু উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে খেলার উদ্বোধন করেন ইউএনও মো. কামরুল হাসান।