রাঙ্গুনিয়ায় এক ইউপি সদস্যের সহায়তায় ট্রাকভর্তি ৮১০ লিটার চোলাই মদ জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের কাপ্তাই সড়কের সৌদিয়া প্রজেক্ট এলাকা থেকে বস্তাভর্তি এসব মদ জব্দ করা হয়। তবে এ সময় জড়িতরা পালিয়ে যায়।
পোমরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ হোসেন বলেন, সন্ধ্যার দিকে খবর পাই আবু নামে এক ড্রাইভার ট্রাকে করে মাদক সৌদিয়া প্রজেক্টে নিয়ে এসেছে। স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে দেখি প্লাস্টিকের বস্তাভর্তি কিছু মালামাল ট্রাকে কালো প্লাস্টিক দিয়ে ঢেকে রাখা হয়েছে। প্লাস্টিক উল্টাতেই দেখি ৮টি প্লাস্টিকের বস্তাভর্তি বিপুল পরিমাণ মাদক। এ সময় ট্রাক ড্রাইভার আবু ও তার সহযোগী সিএনজি অটোরিকশা ড্রাইভার সুমন ও রহিম আমাদের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। এ সময় স্থানীয় নেজাম নামে এক ব্যক্তির পরিত্যক্ত বসতঘরে আরও ৩ বস্তা চোলাই মদ পাওয়া যায়। বিষয়টি পুলিশে খবর দেওয়া হলে তারা এসে ট্রাকসহ মদগুলো জব্দ করে নিয়ে যায়।
এই বিষয়ে রাঙ্গুনিয়া থানার উপ পরিদর্শক (এসআই) মাহমুদুল করিম জানান, ঘটনাস্থল থেকে ট্রাকসহ চোলাইমদগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। সেখানে ১১টি প্লাস্টিকের বস্তাভর্তি ৮১০ লিটার চোলাই মদ পাওয়া যায়। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে জানা যায়, ঘটনার সাথে ট্রাকটির ড্রাইভার স্থানীয় আহমদ মিয়ার ছেলে মোহাম্মদ আবু (৩৫) ও রাঙামাটি এলাকার আব্দুর রহিম (৩৫) জড়িত রয়েছে। এই ঘটনার থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। জড়িতদেরও আইনের আওতায় আনা হবে।