রাঙ্গুনিয়ায় সমাজসেবা অধিদপ্তরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ৫ ভিক্ষুককে ভ্যানগাড়ি, গরু ও ক্ষুদ্র ব্যবসার জন্য বিনামূল্যে সরঞ্জামাদি দেয়া হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এসব সামগ্রী তুলে দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি ওসমানী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান, শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, চট্টগ্রাম উত্তরজেলা আ. লীগ সদস্য আকতার হোসেন খাঁন প্রমুখ।