রাঙ্গুনিয়ায় ৫ জনকে ৩ মাসের কারাদণ্ড

মাদক সেবন ও সংরক্ষণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২৪ জুলাই, ২০২৫ at ৫:৪৮ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় মাদক সেবন ও সংরক্ষণের দায়ে পাঁচজনকে তিন মাসের কারাদন্ড দিয়েছে মোবাইল কোর্ট। গতকাল বুধবার উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে দণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান। এদিন সকালে ও বিকালে চন্দ্রঘোনাকদমতলি ইউনিয়নের লিচুবাগান, রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এবং উত্তর ঘাটচেক জেলেপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা আদালতকে সহায়তা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার ফারুয়া এলাকার জয়ন্ত বিকাশের ছেলে অনিমেষ তঞ্চঙ্গ্যা, মরিয়মনগর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড ইদ্রিস মিয়ার ছেলে মো. আজিজ, রাঙ্গুনিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঘাটচেক এলাকার আবদুল মালেকের ছেলে পারভেজ, একই এলাকার মৃত মুন্সি মিয়ার ছেলে মো. শওকত এবং পৌরসভার মুরাদনগর এলাকার আবদুল করিমের ছেলে মো. হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চলাকালে অভিযুক্তদের মাদক সেবন ও বহনের সময় হাতেনাতে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের কারাদন্ড দেওয়া হয়।

ইউএনও মো. কামরুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজনের কাছ থেকে মাদক বিক্রেতাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা ভবিষ্যৎ অভিযানে সহায়ক হবে।

পূর্ববর্তী নিবন্ধআজ ইতিহাসবিদ ড. আবদুল করিমের ১৮তম মৃত্যুবার্ষিকী
পরবর্তী নিবন্ধদেশে নির্বাচন ঠেকানোর জন্য নানামুখী ষড়যন্ত্র চলছে