রাঙ্গুনিয়ায় ৫৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন ধরনের বীজ ও সার বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইমরুল কায়েস। উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সমপ্রসারণ অফিসার মো. রাশেদ সরকার। শেষে কৃষকদের মাঝে কৃষি বীজ ও সার বিতরণ করা হয়।কৃষি অফিস সূত্র জানান, এদিন ২০০ জন কৃষককে এক কেজি করে সরিষা বীজ, ১০ কেজি এমওপি এবং দশ কেজি ডিএপি সার, ৪০ জন কৃষককে দশ কেজি করে গম বীজ, ২০ কেজি সার ও ২০ কেজি বীজ, ৪০ জন কৃষককে ১০ কেজি করে চীনা বাদাম বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি, ৩০ জন কৃষককে এক কেজি করে সূর্যমুখী বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার, ৮০ জন কৃষককে ৫ কেজি করে মুগডাল বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ৩০ জন কৃষককে ৮ কেজি করে খেসারি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ১০০ জন কৃষককে ৭ কেজি করে ফেলন বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, ১০ জন কৃষককে ২ কেজি করে অরহর বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।












