কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বিগত চার মাস ধরে বিনা নোটিশে রাঙ্গুনিয়ায় প্রতিদিন রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখছে। এতে ভোরে কাজে বের হওয়া কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের জন্য খাবার তৈরি করা কঠিন হয়ে পড়েছে।
ভুক্তভোগীরা জানাচ্ছেন, রান্না করতে না পেরে অনেক শিক্ষার্থীকে প্রতিদিন স্কুল–কলেজে না খেয়ে যেতে হচ্ছে। কেউ কেউ বাধ্য হয়ে দোকানের মানহীন খাবার খাচ্ছেন। এতে শিশু–কিশোরদের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে।
গ্রাহক সেতুল মির্জা, কাউসার হোসাইনসহ স্থানীয়দের অভিযোগ–দীর্ঘদিন ধরে চলমান এই পরিস্থিতি রাঙ্গুনিয়ার প্রতি বৈষম্যমূলক আচরণের প্রমাণ। এই সমস্যার সমাধানে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করছেন। এ অবস্থা থেকে মুক্তি পেতে তারা সকল গ্রাহককে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি কর্ণফুলী গ্যাসের বিপণন বিভাগ, কাস্টমার কেয়ার ও জরুরি নম্বরে নিয়মিত অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন।
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ জানান, গ্যাসের সিস্টেম লসের কারণে রাতের বেলা গ্যাস বন্ধ রাখা হচ্ছে। গ্যাস চুরি হচ্ছে কিনা, নাকি পাইপ লিকেজের কারণে সিস্টেম লস পরীক্ষা করে দেখা হচ্ছে।
এই বিষয়ে জানতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সালাউদ্দিনের কার্যালয়ে গেলে উনি না থাকায় মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি গ্যাস বন্ধ থাকার বিষয়ে অবগত নন জানিয়েছেন। তবে এ বিষয়ে খোঁজ–খবর নিচ্ছেন বলে জানান তিনি।