রাঙ্গুনিয়ায় ২০ হাজার ভাতাভোগীর যাচাই-বাছাই চলছে

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২১ আগস্ট, ২০২৩ at ১১:৪৭ পূর্বাহ্ণ

সমাজসেবা অধিদপ্তর পরিচালিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাভোগীদের সশরীরে উপস্থিতির মাধ্যমে ‘লাইভ ভেরিফিকেশন২০২৩’ কার্যক্রম শুরু হয়েছে। এর আওতায় রাঙ্গুনিয়ার ২০ হাজার ভাতাভোগীদের যাচাইবাছাই কার্যক্রম চালাচ্ছে উপজেলা সমাজসেবা অফিস।

উপজেলার বেতাগী ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী নারীপুরুষ লাইনে দাঁড়িয়ে যাচাইবাছাই কার্যক্রমে অংশ নিয়েছেন। এদিন বাছাই কার্যক্রমের উদ্বোধন করেন বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সচিব আবু জাহেদ, সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী মিনাক্ষী দাশ, ইউপি সদস্য রফিক উদ্দিন তালুকদার, মো. সৈয়দ সাঈদ, সুফিয়া আক্তার, রোজি আক্তার, নারগিস আক্তার, ইকবাল হোসেন, মো. আনোয়ার, মো. মামুন, মো. আশরাফ, মো. আলিফ আরমান প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধউরকিরচর আওয়ামী লীগের শিক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধমালদ্বীপে সাফা কনফারেন্সে ড. সেলিমের যোগদান