রাঙ্গুনিয়ায় ১ হাজার মানুষ পেল ফ্রি চিকিৎসা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩৬ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় মহান বিজয় দিবস উপলক্ষে ১ হাজার সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী পূর্ব রাজানগর সরকারি স্কুল প্রাঙ্গণে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ডা. এটিএম রেজাউল করিমের নেতৃত্বে পার্কভিউ হাসপাতাল ও রাঙ্গুনিয়া হেলথ কেয়ার হসপিটালের ৩০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের সেবা প্রদান করেন। ক্যাম্পে মেডিসিন, গাইনি, শিশু রোগ, বাতব্যথা, অর্থোপেডিঙ, চক্ষু, চর্ম ও ডেন্টালসহ বিভিন্ন বিভাগের চিকিৎসা সেবা দেওয়া হয়। এতে এলাকার দরিদ্র ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. এটিএম রেজাউল করিম, অধ্যক্ষ আ. . . শামসুল আলম, হাসান মুরাদ, অধ্যাপক গফুর আহমদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসুফিবাদী দর্শন চর্চায় সমাজে শান্তি ফিরাবে
পরবর্তী নিবন্ধএফ এ ইসলামিয়া সুন্নিয়া মাদরাসার সালানা জলসা