রাঙ্গুনিয়ায় ১৩ লক্ষাধিক টাকা অনুদান পেল ২৭৩ জন চা শ্রমিক

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ১৫ সেপ্টেম্বর, ২০২১ at ৬:৩১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় সমাজসেবা অধিদপ্তরের চা বাগান শ্রমিকদের জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ২৭৩ জন শ্রমিককে ১৩ লাখ ৬৫ হাজার টাকা এককালীন অনুদান দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফতেখার ইউনুস। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার খায়রুল বশর মুন্সি, উত্তরজেলা আ.লীগের সদস্য আকতার হোসেন খাঁন, কোদালা ইউনিয়ন আ.লীগ সভাপতি মাষ্টার বদিউল আলম, সাধারণ সম্পাদক মো. ইসহাক প্রমুখ। শেষে চা বাগান শ্রমিকদের ৫ হাজার টাকা করে ২৭৩ জন শ্রমিককে ১৩ লাখ ৬৫ হাজার টাকার অনুদানের চেক তুলে দেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধলায়ন্স ক্লাব অব চিটাগংয়ের নতুন কমিটি
পরবর্তী নিবন্ধগ্লোবাল ইসলামী ব্যাংকের ১১ টি উপশাখার উদ্বোধন