রাঙ্গুনিয়ায় ১৩ ফুট লম্বা দুটি অজগর উদ্ধার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৯ নভেম্বর, ২০২২ at ৮:২২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় লোকালয় থেকে দুটি অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। উপজেলার পোমরা ও চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের বনগ্রাম সাবস্টেশন থেকে সাপ দুটি উদ্ধার করা হয়। এগুলো যথাক্রমে ১২ ও ১৩ ফুট দৈর্ঘ্যের এবং ২০ ও ১৫ কেজি ওজনের। পরে একটিকে কাপ্তাই জাতীয় উদ্যানে ও বনগ্রাম থেকে উদ্ধার অজগরটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রেখে দেয়া হয়েছে।
রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক শীতল পাল বলেন, শুক্রবার জুম্মার নামাজের সময় বনগ্রাম সাবস্টেশন এলাকায় ১২ ফুট দৈর্ঘ্যের এবং আনুমানিক ২০ কেজি ওজনের অজগরটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসে। খবর পেয়ে এটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এর আগে বৃহস্পতিবার পোমরা থেকে ১৩ ফুট দৈর্ঘ্যের এবং আনুমানিক ১৫ কেজি ওজনের আরও একটি অজগর উদ্ধার হয়। এটিকে চিকিৎসা দিয়ে শুক্রবার কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। এসময় কোদালা বিট কর্মকর্তা মাহমুদুল হাসান পলাশ এবং শেখ রাসেল এভিয়ারী ও ইকো পার্কের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত ১৫ নভেম্বর সকাল ১০ টায় উপজেলার পোমরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাজীপাড়া গ্রামের হাজির ঢালায় কৃষি জমি থেকে ১২ কেজি ও ৮ কেজি ওজনের ১২ ও ৫ ফুট লম্বা দুটি অজগর সাপকে উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছিল। পরে বেতাগী সিরিয়ার মুখ কর্ণফুলী নদীর তীরে জঙ্গলে সাপ দুটি অবমুক্ত করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমানুষ দুঃসময়ে পাশে পায় গ্রাম্য চিকিৎসকদের
পরবর্তী নিবন্ধকর্ণফুলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে মিনহাজ উল কোরআন ফাউন্ডেশন