রাঙ্গুনিয়ায় ১২ ফুট লম্বা অজগর উদ্ধার, অভয়ারণ্যে অবমুক্ত

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ৪ জুন, ২০২১ at ৯:৫৬ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় প্রায় ১২ ফুট লম্বা এবং ৩০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে।
আজ শুক্রবার (৪ জুন) দুপুরে উপজেলার পোমরা ইউনিয়ন থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে এটি দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে অবমুক্ত করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, পোমরা থেকে জনৈক ব্যক্তি অজগর সাপটি উদ্ধার করে বান্দরবান সড়ক দিয়ে পদুয়া নিয়ে যাচ্ছিল। খবর পেয়ে এটি তার কাছ থেকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেন সুখবিলাস ফিসারিজ এন্ড প্ল্যান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ।
পরে এটি দুধপুকুরিয়া-ধোপাছড়ি বন্যপ্রাণী অভয়ারণ্যে নিয়ে অবমুক্ত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্যপ্রাণী বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ইসমাঈল হোসেন, খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম প্রমুখ।
সাপটি আনুমানিক ১২ ফুট লম্বা এবং ৩০কেজি ওজনের হবে বলে জানান রেঞ্জ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধদেশে করোনার ভারতীয় ধরন ‘ডেল্টা’!
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় শেখ রাসেল ইকো পার্কের কার্যালয়ে ভাঙচুর