ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিস আয়োজিত রাঙ্গুনিয়া উপজেলার অনুর্ধ্ব-১৬ বালকদের হ্যান্ডবল প্রতিযোগিতা গতকাল শুক্রবার পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন সহকারী কমিশনার ভূমি রাজীব চৌধুরী। চুড়ান্ত খেলায় রেইনবো গ্রামার স্কুল দল শেখ রাসেল একাডেমি দলকে ২- ১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রীর পি এ, এমরুল করিম রাশেদ, পোমরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মফজল আহমেদ, উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক নুরুল আলম আলী, নির্বাহী সদস্য আলী আকবর সহ ক্রীড়ামোদি দর্শকবৃন্দ।