ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের ওপর সংঘটিত বর্বর হত্যাকাণ্ডকে অত্যন্ত জঘন্য, ন্যাক্কারজনক ও গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তিনি বলেন, গত এক বছরে এ ধরনের নির্মম ও বর্বর ঘটনা আর ঘটেনি। গতকাল রাঙ্গুনিয়া উপজেলার কাদের নগরে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ফ্রন্টের আহবায়ক বাবলু বড়ুয়া। উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সস্পাদক লিটন দে’র সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক মো. মহসিন, সাবেক আহ্বায়ক শওকত আলী নূর, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উপজেলা শাখার সাধারণ সম্পাদক অরুপ চৌধুরী, জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক নীতিশ বড়ুয়া, বৌদ্ধ ফোরাম নেতা বিধান বড়ুয়া, কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক হারাধন দাশ, সুমন দাশ, রনি দাশ, সাজু দাশ, জয় চক্রবর্তী, সুফল বসাক, রাজীব দে, রিটন শীল, সুমন দে ও জিকু বড়ুয়া।










