রাঙ্গুনিয়ায় বন্য হাতির আক্রমণে গিয়াস উদ্দিন (২৭) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার ভোর ৬টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের নারিশ্চা এলাকায় এই ঘটনা ঘটে। আহত গিয়াস একই এলাকার আবদুল মোনাফের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মো. দিলদার হোসেন জানান, গিয়াস উদ্দিন ভোরে তার ক্ষেতে গিয়েছিলেন। ফসল তোলার সময় হঠাৎ কুয়াশার মধ্যে তার সামনে পড়ে যায় ৭টি বন্য হাতি। এরমধ্যে একটি হাতি তাকে পা দিয়ে পিষ্ট করে দুই পায়ে মারাত্মকভাবে জখম করে। পরে শুঁড় দিয়ে তুলে ছুঁড়ে ফেলে দিলে সে ঝোপের মধ্যে পড়ে গেলে হাতিগুলো চলে যায়। স্থানীয়রা তাকে সেখান থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেক হাসপাতালে প্রেরণ করেন। এই বিষয়ে চিরিঙা বিট কর্মকর্তা মনছুর আহমেদ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে কৃষক গিয়াসকে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এই ব্যাপারে তার পরিবারকে একটি জিডি করতে বলা হয়েছে। পরবর্তীতে বনবিভাগের একটি ফরম পূরণ করে আবেদন করলে তাকে ক্ষতিপূরণ দেওয়া হবে।