রাঙ্গুনিয়ায় হাজী নূর মোহাম্মদ শাহ (রহ:) দিবারাত্রি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে। গত শনিবার উপজেলার পোমরা ইউনিয়নের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী আজিজুর রহমান চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন পোমরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলুল কবির চৌধুরী গিয়াসু। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া প্রেসক্লাব সভাপতি আকাশ আহমেদ। ইকবাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির ছিলেন জোনাইদুল আলম চৌধুরী, শিক্ষক মুসলিম উদ্দিন, আহমদ আলী নঈমী, আমির হামজা, সভাপতি মমতাজ মিয়া, সাংবাদিক জগলুল হুদা, শরীফুল ইসলাম, ফুটবলার মো. রফিকুল ইসলাম, মো. সেলিম, মো. সবুর প্রমুখ।