রাঙ্গুনিয়ায় সিএনজি চালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কা লেগে একজন শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে পদুয়া নুরুচ্ছাফা বিদ্যা নিকেতনের সামনে এই ঘটনা ঘটে। তার নাম মো. নুরুল কবির (৪০)। তিনি উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাসিন্দা বলে জানা গেছেন।
স্থানীয় সুত্রে জানা যায়, নিহত শিক্ষক নুরুল কবির পদুয়া রাজারহাট থেকে বাজার করে গাড়িটির সামনের আসনে বসে নিজ গন্তব্যে ফিরছিলেন। এসময় গাড়িটি নুরুচ্ছাফা বিদ্যানিকেতনের সামনে এলে মোড়ে কাটাতে গিয়ে এটি নিয়ন্ত্রণ হারায়। এসময় শিক্ষক নুরুল কবির গাড়ি থেকে ছিটকে পড়ে পাশের একটি আমগাছে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রথমে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম ম্যাডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত দশটার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, “ সড়ক দুর্ঘটনায় এক শিক্ষকের মৃত্যুর খবর পেয়েছি। তবে এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি।”
তার এমন মৃত্যুতে শিক্ষক-মহল, ছাত্রছাত্রী ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। বাঁশখালীর স্থানীয় বাসিন্দা সুলতানুল আজিজ নামে একজন জানান, নিহত শিক্ষক নুরুল কবির বাশঁখালী ১১ননং পুইছড়ি ইউনিয়নের স্থানীয় মুহাম্মদ নন্ন্যা মিয়ার দ্বিতীয় পুত্র। তার পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
এদিকে গোডাউন-রাজারহাট সড়কটি প্রশস্তের দাবী জানিয়েছেন স্থানীয়রা। সরু সড়কে প্রায়শই যানজটসহ নিয়মিত দুর্ঘটনা ঘটছে উল্লেখ করে স্থানীয় মো. শওকত নামে একজন জানান, গোডাউন থেকে সুখবিলাশ – দশমাইল বাজার পর্যন্ত রাস্তা টা প্রশস্ত করার প্রয়োজন অনেক বছর আগে থেকে। এটি এখন প্রশস্ত করে মানুষের দুর্ভোগ লাঘব করা বেশ প্রয়োজন বলে জানান তিনি।










