রাঙ্গুনিয়ায় সড়ক দখল করে বাজার বসানোর দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার গোডাউন ও মরিয়নগর পশুর বাজারে এই অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী। রাঙ্গুনিয়া থানা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী বলেন, সড়কে পশুরহাট বন্ধ, স্বাস্থ্যবিধি না মানার বিষয়ে গোডাউন ও মরিয়নগর হাটে অভিযান চালানো হয়। অভিযানে সড়কে গরু উঠানো-নামানোর সময় রাস্তায় যানজট তৈরীর মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টির করায় জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তিকে ৩ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনভাবে গরুর হাট চালানো যাবে না। যারাই এমনটি করবেন তাদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।












