রাঙ্গুনিয়ায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি, বন্ধ টিকাদান

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ৬ অক্টোবর, ২০২৫ at ৫:০০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলায় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ৬৭ জন স্বাস্থ্য সহকারী এই কর্মসূচিতে অংশ নেন। এতে বন্ধ রয়েছে টিকাসেবা। দ্রুত দাবি মেনে না নেয়া হলে ব্যাহত হতে পারে টাইফয়েড টিকাদান কর্মসূচি। গতকাল রোববার দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ব্যানার টাঙিয়ে এ কর্মবিরতি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন রাঙ্গুনিয়া উপজেলা শাখার সদস্যরা। তাদের দাবির মধ্যে রয়েছে, বেতনবৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান।] স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন। তারা দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।

কর্মবিরতি থেকে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ফজলুল হক চৌধুরী, সিনিয়র সহসভাপতি নেভি আক্তার, সহসভাপতি আবু বক্কর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক রঞ্জিত দাস, অর্থ সম্পাদক অরূপ দত্ত, দপ্তর সম্পাদক বিশ্বজিত চৌধুরী, কাজী মনছুর আহমেদ, মাসুদুর রহমান, মো. রাশেদ প্রমুখ। এ সময় তারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলার মাধ্যমে ঊর্ধ্বতন মহলে স্মারকলিপি প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধসামপ্রদায়িক সমপ্রীতি নষ্ট করার চক্রান্তের পেছনে ফ্যাসিস্ট দোসরদের মদদ : স্বরাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী নিবন্ধঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের ব্যাটারি ও সোলার সিস্টেম চুরি করল কারা ?