রাঙ্গুনিয়ায় স্বাস্থ্যসেবা আরো আধুনিক ও সহজলভ্য করতে কাজ করে যাচ্ছি

মতবিনিময় সভায় ডা. রেজাউল করিম

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৯:২২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার রাণীরহাট অঞ্চলের ডাক্তার ও কেমিস্টদের সাথে মতবিনিময় সভা করেছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। গত বৃহস্পতিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ডা. এটিএম রেজাউল করিম বলেন, রাঙ্গুনিয়ার স্বাস্থ্যসেবাকে আরো আধুনিক, সহজলভ্য ও জনবান্ধব করতে আমি দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। চিকিৎসাসেবায় বৈপ্লবিক পরিবর্তন আনতে ডাক্তার, কেমিস্ট ও স্বাস্থ্যকর্মীরা একসঙ্গে কাজ করলে রাঙ্গুনিয়ার প্রতিটি মানুষের কাছে মানসম্মত চিকিৎসা পৌঁছে দেওয়া সম্ভব।

এতে সভাপতিত্ব করেন ডা. অলক চন্দ্র দাশ। বিশেষ অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব নুরুল আবচার, ডা. মোহাম্মদ মামুন, ডা. দীপক, ডা. শুধাম চন্দ্র শীল, ডা. মাহবুবুর রহমান, ডা. খাইরুল আমিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআইবিডব্লিউএফের দক্ষিণ জেলার সভা
পরবর্তী নিবন্ধচুয়েটে যন্ত্রকৌশল বিভাগের আন্তর্জাতিক কনফারেন্স