রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থা‘র আয়োজনে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে বালিকা ফুটবল টুর্নামেন্ট গতকাল রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধন করা হয়েছে। প্রথমদিন চারটি খেলা অনুষ্ঠিত হয়। যেখানে প্রথম খেলায় রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়কে টাইব্রেকারে হারায় মজুমদারখীল উচ্চ বিদ্যালয়।
দ্বিতীয় ম্যাচে শিশুমেলা মডেল স্কুলকে ২–০ গোলে পরাজিত করে মরিয়মনগর বহুমুখী উচ্চ বিদ্যালয়। তৃতীয় খেলায় চন্দ্রঘোনা আদর্শ বহুমূখী উচ্চ বিদ্যালয়কে ২–০ গোলে হারায় ঘাটচেক উচ্চ বিদ্যালয় । দিনের চতুর্থ খেলায় খীলমোগল রসিক উচ্চ বিদ্যালয়কে ২–০ গোলে হারিয়ে পরের রাউন্ডে উন্নীত হয় মরিয়মনগর বালিকা উচ্চ বিদ্যালয় । টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষক মুসলিম উদ্দিন, ক্রীড়া সংস্থার সদস্য শিক্ষক মুক্তি সাধন বড়ুয়া, পিপলু বড়ুয়া, শিক্ষক আবদুর রহিম, আনন্দ বড়ুয়া, রঞ্জিত কুমার, বিমল শীল, নুরুল আবছার, জাহাঙ্গীর আলম, আবদুল মালেক, রাজু আক্তার, সোহেল খাঁন প্রমুখ।