চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নের পূর্ব সাহাব্দীনগর মহৎ পাড়ার স্কুল ছাত্র মুহাম্মদ শাহেদ ইসলাম (১৭) হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় ছাত্রসমাজ ও এলাকাবাসী। গতকাল বুধবার বিকালে পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পারুয়া ডিসি সড়ক, হাজারীহাট, কাটাখালী ও সাহাব্দীনগর মহৎ পাড়া প্রদক্ষিণ করে কাটাখালী এলাকায় গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানান।
প্রতিবাদ সমাবেশ থেকে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। এর মধ্যে রয়েছে– সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত খুনিদের শনাক্ত ও বিচার নিশ্চিত করা, ঘটনার পেছনের মূল হোতাদের প্রকাশ্যে আনা এবং প্রশাসনিক দায়বদ্ধতা নিশ্চিত করা। একই সঙ্গে ৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার না হলে থানা ঘেরাও কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।
সমাবেশে বক্তব্য রাখেন নিহত শাহেদের চাচাতো ভাই খোরশেদ আলম, শেখ আহমেদ আরিফ, মো. সেকান্দর, আমির হোসেন, মুহাম্মদ রোমান, মুহাম্মদ ইরফান, ফুফাত ভাই মুহাম্মদ একরামসহ আরও অনেকে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাজারীহাটের পূর্ব পাশে হাজারী বিলের বাঙ্গি ক্ষেত থেকে মোহাম্মদ শাহেদ ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। সে একই ইউনিয়নের পূর্ব সাহাব্দী নগর মহৎ পাড়া গ্রামের দুবাই প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে এবং পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। এই ঘটনায় নিহত শাহেদের মা জান্নাতুল ফেরদৌস বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিবাদী করে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মঙ্গলবার রাতে নামাজে জানাজা শেষে শাহেদের লাশ দাফন করা হয়।











