রাঙ্গুনিয়ায় অস্ত্র ও ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের ফিরিঙ্গিখীল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম বিকাশ দেওয়ান (৩৫)। তিনি ওই এলাকার দেওয়ানজি বাড়ির অনিল কুমার দেওয়ানের ছেলে। শিলক তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহন লাল চন্দ্র বলেন, বিকাশ দেওয়ানের বিরুদ্ধে ২০১১ সালে সাতকানিয়া থানায় দায়ের করা অস্ত্র ও ডাকাতি মামলায় ৪ বছরের সাজা পরোয়ানা রয়েছে। একই সাথে ২০১৫ সালে নগরীর কোতোয়ালী থানায় দায়ের করা ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। আজ বুধবার তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।