রাঙ্গুনিয়ায় সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থীর মতবিনিময়

তুলে ধরলেন রাঙ্গুনিয়ার সমস্যা ও সমাধানের পরিকল্পনা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ১৭ অক্টোবর, ২০২৫ at ১০:৩৬ অপরাহ্ণ

গণসংযোগের অংশ হিসেবে রাঙ্গুনিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. এটিএম রেজাউল করিম। শুক্রবার (১৭ অক্টোবর) রাতে মরিয়মনগর জামায়াত কার্যালয়ে আয়োজিত মতবিনিময়ের শুরুতে তিনি ২৪ জুলাই আগস্টে আহত-নিহতসহ সকল যোদ্ধাদের স্মরণ করেন। ছোটবেলা থেকেই পারিবারিক ঐতিহ্যের বাইরে গিয়ে নিজ যোগ্যতাই উঠে এসেছেন এবং পেশাগত কারণে রাঙ্গুনিয়ার মানুষের সাথে দীর্ঘদিন ধরে তার মেলামেশার সুযোগ হয়েছে বলে জানান।

এসময় স্বাধীনতা পরবর্তী গত ৫৪ বছরের সকল জনপ্রতিনিধির কথা উল্লেখ করে তাদের কাজকে সমালোচনা না করে শ্রদ্ধার সাথে মূল্যায়ন করেন তিনি। তবে রাঙ্গুনিয়ার গ্রামীণ এলাকা এখনো কাঙ্খিত উন্নয়ন ছোঁয়া বঞ্চিত বলে তিনি উল্লেখ করেন। শস্যভাণ্ডার গুমাইবিল, স্রোতস্বিনী কর্ণফুলী নদী, প্রাকৃতিক বনাঞ্চল ও পাহাড়ঘেরা রাঙ্গুনিয়া উপজেলা আয়তনে বড় না হলেও প্রাকৃতিক সম্পদে ভরপুর উল্লেখ করে ডা. রেজাউল করিম এর কাঙ্খিত সুফল রাঙ্গুনিয়াবাসী পাচ্ছে না বলে জানান।

রাঙ্গুনিয়ার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, “মাদকের ছোবলে ধ্বংস হচ্ছে যুব সমাজ। বেকারত্ব, দারিদ্রতার কারণে স্কুল ড্রপআউট, এর ফলশ্রুতিতে বাড়ছে কিশোর গ্যাং। ফলে বেড়ে চলেছে চুরি, ডাকাতি, ইভটিজিং ও জুয়ার মতো অসামাজিক কাজ। এগুলো রোধ করতে সামাজিক আন্দোলন ও নৈতিক শিক্ষা প্রয়োজন।”

তাঁর বক্তব্যে তিনি ইটভাটা আর ভূমি খেকোদের দাপটে গুমাইবিল দখল, মৎস্য সম্পদ ও জীববৈচিত্র হারিয়ে যাওয়া, বালি উত্তোলন, নদী দূষণে মাছ শূন্য হয়ে যাওয়া, জনসংখ্যা বাড়লেও কাপ্তাই সড়ক প্রসস্ত না হওয়া বরং মোড়ে মোড়ে অবৈধ দখল, যানজটে কর্মঘন্টা নষ্ট হওয়া, পার্ক ও চিত্তবিনোদনের অভাব, একমাত্র ইকোপার্কও লুটপাটে পরিত্যক্ত হওয়া, ভালো শিক্ষা প্রতিষ্ঠানের অভাবে মেধাবীদের উঠে না আসা, অভিভাবকদের গ্রাম ছেড়ে শহরমুখী হওয়া, দক্ষিণের যোগাযোগ মাধ্যম গোডাউন সেতুর নড়বড়ে অবস্থা, মরিয়মনগর ডিসি সড়ক প্রশস্ত না হওয়াসহ নানা সমস্যার কথা তুলে ধরেন ডা. এটিএম রেজাউল করিম। এসব সমস্যা সমাধানে একজন সংসদ সদস্যের প্রধান ভূমিকা রাখা সহজ বলে উল্লেখ করেন তিনি।

এসব সমস্যা সমাধানে ডা. এটিএম রেজাউল করিম ২০দফা পরিকল্পনার কথা তুলে ধরেন। এরমধ্যে মরিয়মনগর সড়ক প্রশস্তকরণ, কাপ্তাই সড়ক চার লেনে উন্নীতকরণ, মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্টা, তিনটি বনাঞ্চলকে ঘিরে তিনটি পার্ক ও অবকাশ কেন্দ্র নির্মাণ,গোডাউন সেতু সংস্কার এবং চন্দ্রঘোনা ফেরিঘাট দিয়ে সেতু দ্রুত বাস্তবায়ন, বালু লুট বন্ধ এবং মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য রক্ষা, গুমাইবিল রক্ষা করে জলাশয় পূনরুদ্ধার, মাছের আবাসস্থল নির্মাণ, গুমাইবিল কেন্দ্রিক পর্যটন শিল্প বিকাশ, প্রাথমিক স্বাস্থসেবাকে মানুষের দৌড়গোড়ায় পৌঁছানো, উপজেলা হাসপাতাল আধুনিকায়নসহ উত্তর ও দক্ষিণ রাঙ্গুনিয়ায় ১০বেডের দুটি সরকারি হাসপাতাল প্রতিষ্টা, প্রবাসীসহ যুবকদের কর্মদক্ষ করতে এলাকাভিত্তিক কারিগরি প্রশিক্ষণ প্রদান ব্যবস্থা, বয়স্কশিক্ষা চালু, বয়স্ক ভাতার পরিধি বাড়ানো এবং ভাতা বিতরণে দুর্ণীতি রোধ, নারীদের এলাকাভিত্তিক গার্হস্ত্য, প্রসূতি ও স্বাস্থ্য শিক্ষা প্রদান ব্যবস্থা, উপজেলা কেন্দ্রিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তদারকির জন্য বিশেষ কমিটি গঠন এবং পাঠদান পদ্ধতি আধুনিকায়ন, বিধবা, গরীব, ছিন্নমূল ও প্রান্তিক জনগোষ্টির তালিকা করে বিশেষ ভাতা প্রদান ও এনজিও ভিত্তিক সহায়তা, সরকারি বেসরকারি লেবেল ঘুষ-দুর্নীতি বন্ধ এবং এলাকাভিত্তিক চাদাবাজি বন্ধে গণসচেতনতা তৈরি ও গণপ্রতিরোধ করা, উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রতি ও সৌহার্দ্য বাড়ানোর জন্য কমিউনিটি ডায়ালগ ও গণসংযোগ বাড়ানো, জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে সহায়তা এবং উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও সামাজিক সুস্থতার জন্য তৎপর ভূমিকা রাখা।

চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং অর্থোপেডিকস বিশেষজ্ঞ ডা. রেজাউল করিম বলেন, “আমি এই মাটির সন্তান, এই এলাকার মানুষের সুখ-দুঃখের অংশীদার। রাঙ্গুনিয়ার অপার সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গড়তে চাই।”

সাংবাদিকদের ‘জাতির বিবেক’ হিসেবে উল্লেখ করে ডা. রেজাউল করিম বলেন, “আপনাদের সুচিন্তিত পরামর্শ আমার জন্য অমূল্য।” তিনি নির্বাচনে সাংবাদিকদের ও উপজেলার সকল জনসাধারণের দোয়া ও সহযোগিতা কামনা করেন। মতবিনিময়কালে জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু
পরবর্তী নিবন্ধবন্দরে প্রবেশের ফি ৫৭ থেকে ২৩০ টাকা, ট্রেইলার চালাচ্ছেন না মালিকরা