রাঙ্গুনিয়ায় শেখ রাসেল কাপ ফুটবল টুর্নামেন্টে ইছাখালী টাইগার ক্লাব জয়ী

রাঙ্গুনিয়া প্রতিনিধি ম | রবিবার , ২৩ জুলাই, ২০২৩ at ৫:৩৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার শেখ রাসেল ফুটবল একাডেমির উদ্যোগে শেখ রাসেল কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলা পোমরা উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে। এদিনের খেলায় ইছাখালী টাইগার ক্লাব টাইব্রেকারে ৩১ গোলে হাটহাজারী স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। নির্ধারিত সময়ে এ খেলা ২২ গোলে ড্র হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলরক্ষক সালাউদ্দিন। তার হাতে সেরা খেলোয়াড়ের ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ।

টুর্নামেন্ট উদযাপন কমিটির আহবায়ক আহমদ আলী নঈমীর সভাপতিত্বে ও সদস্য সচিব এনামুল হকের সঞ্চালনায় এদিন খেলায় প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক। উদ্বোধক ছিলেন ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. মহিউদ্দিন। স্বাগত বক্তব্য দেন শেখ রাসেল ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক এমরুল করিম রাশেদ। অতিথি ছিলেন এ এম বাবুল, আব্দুস সবুর, মো. সেলিম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআলোকিত তরুণ সংঘের আন্তঃ মিনিবার ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধসীতাকুন্ড ডিগ্রী কলেজ ও আনোয়ারা মেরিন একাডেমি ফাইনালে