রাঙ্গুনিয়ায় শাহ আব্দুল মালেক আল-কুতুবীর (রহ:) বার্ষিক ওরশ ও ফাতেহা

| রবিবার , ১২ মার্চ, ২০২৩ at ১০:৫৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের মধ্যম বেতাগী গ্রামে শাহ আবদুল মালেক আল কুতুবী মুহিউদ্দিনের (রহ.) বার্ষিক ওরশ ও ফাতেহা শরীফ উপলক্ষে মিলাদুন্নবী (সা.) মাহফিলের আয়োজন করা হয়েছে। কুতুব শরীফ দরবার কর্তৃক অনুমোদিত আল মালেকিয়া যোগাযোগ কেন্দ্র এবং কুতুব শরীফ দরবার কমিটির উদ্যোগে আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি ছিলেন কুতুব শরীফ দরবার, কুতুবদিয়ার প্রধান উপদেষ্টা হযরত আল্লামা শাহজাদা এম.এম. মুনিরুল মান্নান আলমাদানী (মাজিআ)। গতকাল শনিবার সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।

আল মালেকিয়া যোগাযোগ কেন্দ্রের পরিচালক মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আউলিয়া কেরামের শানে ওয়াজ মাহফিলের সূচনা করেন কুতুব শরীফ দরবারের প্রধান উপদেষ্টা শাহজাদা মাওলানা এম এম মন্নান আল কুতুবী। এতে বিশেষ মেহমান ছিলেন শাহাজাদা মাওলানা হাফেজ শেখ আখতারুল হক আল কুতুবী (মা.জি..)। প্রধান বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ ইদ্রিস আনছারী (মা.জি.)

বিশেষ বক্তা ছিলেন মাওলানা মোহাম্মদ আজিজুল হক কুতুবী (মা.জি..)। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ সেলিম। মাহফিলে দোয়া পরিচালনা করেন শাহজাদা এম. এম. মুনিরুল মান্নান আল মাদানী। তবরুক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইন উদ্যোক্তাদের জন্য ব্যবসায় ডিজিটাল সুরক্ষা জরুরি
পরবর্তী নিবন্ধইসলাম শান্তি ও কল্যাণের জন্য কাজ করে