রাঙ্গুনিয়ায় রিদোয়ান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভাইকিংস

| বুধবার , ৭ জানুয়ারি, ২০২৬ at ৫:১০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি : সামাজিক সংগঠন নূরের আলো যুব একতা সংঘ আয়োজিত রিদোয়ান আহমেদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দবাড়ি ভাইকিংস। ফাইনালে তারা অনির্বান সংঘ একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। গত রোববার রাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড সৈয়দবাড়ি এলাকায় এই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী সংগঠনের সভাপতি সৈয়দ মো. ফাহিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল আমিন তারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

পূর্ববর্তী নিবন্ধআইপিএলের সময় পিএসএলে খেলবেন মোস্তাফিজ
পরবর্তী নিবন্ধবিজয় কাপ হকির ফাইনালে তমাল চৌধুরী স্মৃতি সংঘ