রাঙ্গুনিয়ায় চুলার আগুনে একটি বসতঘর পুড়ে গেছে। গতকাল রোববার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় সূত্রে জানা যায়, ক্ষতিগ্রস্তরা হলেন রুমি আক্তার ও তার স্বামী রহিমের মালিকানাধীন আধাপাকা বসতঘর। তাদের রান্নাঘরের চুলার আগুন লেগে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এতে তাদের সবকিছু পুড়ে গেছে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা জাহিদুর রহমান জানায়, অগ্নিকাণ্ডে আনুমানিক দেড় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।












