রাঙ্গুনিয়ায় যেমন চলছে লকডাউন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ১৮ এপ্রিল, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

সারাদেশের ন্যায় রাঙ্গুনিয়া উপজেলায়ও চলছে লকডাউন। গত চার দিনে কাপ্তাই সড়ক সংশ্লিষ্ট এলাকাগুলোতে কড়াকড়িভাবে লকডাউন পালিত হলেও ঢিলেঢালাভাব পরিলক্ষিত হয়েছে উপজেলার অন্যান্য স্থানে। অবশ্য এই সময়ে সরকারি নির্দেশনা অমান্য করায় ইজিবাইক, ট্রাক, সিএনজি অটোরিকশা, মোটর সাইকেলসহ বিভিন্ন গাড়িকে মামলা দিয়েছে পুলিশ। অপরদিকে বুধবার থেকে গতকাল শনিবার পর্যন্ত অভিযান চালিয়ে ১১টি মামলায় ৩ হাজার ৩শ টাকা জরিমানা করেছেন এসিল্যান্ড রাজিব চৌধুরী। আর ১৫টি মামলায় ২১শ টাকা জরিমানা করেছেন ইউএনও মাসুদুর রহমান। গতকাল সরেজমিনে দেখা যায়, সকাল থেকে রাঙ্গুনিয়ার সড়কগুলোতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল। লকডাউনে দোকানপাট, শপিংমল, দূর পাল্লার যান চলাচল বন্ধ থাকলেও চলাচল করেছে ব্যাটারিচালিত অটোরিকশা। অভিযোগ রয়েছে, পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে সংশ্লিষ্ট এলাকায় কঠোর লকডাউন চললেও তারা চলে যাওয়ার পর আবারও ভিড় জমে ওঠে। গতকাল শান্তিরহাট কাঁচাবাজারে ছিল উপচে পড়া মানুষের ভিড়। স্বাস্থ্যবিধি মেনে চলা মানুষও যেন হাতেগোনা। এ সময় প্রশাসন কিংবা বাজার সংশ্লিষ্ট কারো তৎপরতা ছিল না। একইভাবে উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ঢিলেঢালাভাবে লকডাউন পালিত হচ্ছে বলে জানিয়েছেন সচেতন বাসিন্দারা। রাঙ্গুনিয়া থানার ওসি মাহবুব মিল্কী বলেন, লকডাউনে সরকার ঘোষিত ১৩ দফা বাস্তবায়নে পুলিশ কঠোর অবস্থান রয়েছে। প্রত্যেকটি স্ট্যান্ডসহ বিভিন্ন স্থানে পুলিশের পক্ষ থেকে চেকপোস্ট বসানো হয়েছে। ইউএনও মাসুদুর রহমান বলেন, অভিযানের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। করোনামুক্ত রাঙ্গুনিয়া গড়তে লকডাউন মেনে চলার বিকল্প নেই। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সরকারের নির্দেশনা মেনে চলতে হবে।

পূর্ববর্তী নিবন্ধভবন থেকে পড়ে আহত রংমিস্ত্রির মৃত্যু
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে ছুরিকাঘাতে আহত ১