রাঙ্গুনিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৩ নভেম্বর, ২০২৫ at ৫:৫০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় মহিউদ্দিন রানা (৩৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড ছাদেক নগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মহিউদ্দিন রানা ওই এলাকার মো. ইদ্রিস তুফানের ছেলে এবং তিনি যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার। তিনি জানান, রানা একটি মামলার এজহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তারের পর গত মঙ্গলবার (১১ নভেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধরেল লাইনের পাশে পড়ে ছিল বৃদ্ধের লাশ
পরবর্তী নিবন্ধফ্যাসিবাদী শক্তির নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধ