রাঙ্গুনিয়ায় মোমবাতির আগুনে পুড়ল দুই বসতঘর

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ১৭ জুন, ২০২১ at ১০:২২ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় দুটি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল বুধবার সকাল ১১টার দিকে উপজেলার শিলক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পাকিয়ার টিলা এলাকার নিরঞ্জন প্রফেসর বাড়িতে এই ঘটনা ঘটে। বাড়ির অভ্যন্তরে পূজার আসনে জ্বালানো মোমবাতির আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
শিলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার বলেন, বুধবার সকাল ১১টার দিকে শিলকের পাকিয়ার টিলা এলাকার রূপম দাশের বসতঘরের পূজার আসনে জ্বালানো মোমবাতির আগুন থেকে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তে তা ছড়িয়ে পড়লে নিজের বসতঘরসহ পাশের সঞ্জিত দাশের মালিকানাধীন বসতঘরও পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে যায় একটি গোয়ালঘরও। আগুনে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ের স্টেশন কর্মকর্তা মো. কামরুজ্জামান সুমন বলেন, স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী পূজার আসনে জ্বালানো মোমবাতি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশেপাশের অন্যান্য বসতঘর অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় বিপুল বিদেশি মুদ্রা জব্দ, ডলার ওসমান আটক
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে করোনায় আরও এক জনের মৃত্যু, শনাক্ত ৬