রাঙ্গুনিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আজাদী প্রতিবেদন | রবিবার , ২২ নভেম্বর, ২০২০ at ৪:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় মোটর সাইকেলের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত পথচারীর নাম আমিন শরীফ প্রকাশ গুরা মুন্সি (৬০)। তিনি পশ্চিম পোমরা নবাবী পাড়া এলাকার জেবল হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আলমগীর তালুকদার রণি বলেন, চট্টগ্রামমুখী একটি মোটর সাইকেল বুড়ির দোকান দিয়ে যাচ্ছিল। এ সময় সড়ক পার হচ্ছিলেন আমিন শরীফ। মোটর সাইকেলটি তাকে ধাক্কা দিলে তিনি পড়ে গিয়ে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আমিন শরীফ স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুব মিল্কী বলেন, নিহতের পরিবারের সাথে কথা বলেছি। তাদের কোনো অভিযোগ নেই।

পূর্ববর্তী নিবন্ধপৃথক অভিযান : ২৫ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৮
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার