রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়ায় মোগলেরহাট প্রিমিয়ার লিগ (এমপিএল)’র দশম আসরের উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার আমরা গ্রামবাসী কল্যাণ সমিতি, মোগলেরহাট ওয়ান ব্যাংক এজেন্ট শাখা ও জয়নাব ফার্মেসীর সার্বিক সহযোগিতায় খীলমোগল রসিক উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান। উদ্বোধক ছিলেন আমরা গ্রামবাসী কল্যাণ কমিতির উপদেষ্টামন্ডলীর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী নুর মোহাম্মদ, মো. ইলিয়াস, ব্যাংকার মো. রফিকুল ইসলাম, সাংবাদিক ইসমাঈল হোসেন প্রমুখ। উল্লেখ্য স্থানীয় খেলোয়াড়দের নিয়ে চার দলে ভাগ হয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।












