স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন রাঙ্গুনিয়া শাখার আয়োজনে উপজেলার ১১টি স্থানে বিনামূল্যে ২৭০০ মাস্ক বিতরণ করা হয়। গত ৪ ডিসেম্বর সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার রোয়াজারহাট, পোমরা, বেতাগী, সরফভাটা, পারুয়া, পদুয়া, ধামাইরহাট, ইছাখালী, মরিয়মনগর, চন্দ্রঘোনা লিচুবাগান, শিলক এলাকায় সংগঠনের ১৬৫ সদস্য মাস্কগুলো বিতরণ করেন। বিকাল ৩ টার দিকে উপজেলার রোয়াজারহাট এলাকায় মাস্ক বিতরণকালে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া সরকারি কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আবদুল মাবুদ। উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া ব্লাড ব্যাংকের প্রধান উপদেষ্টা ব্যবসায়ী মো. মাহাবুবুল আলম সিকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার কাউন্সিলর লোকমানুল হক তালুকদার, সুজন কান্তি দাশ, রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব প্রমুখ।
বিডি ক্লিন রাঙ্গুনিয়া শাখার সমন্বয়ক রিয়াজুল ইসলাম রাকিব ও অ্যাডমিন তাহসান খান ইমন বলেন, করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহারে সচেতনতা সৃষ্টির জন্য এই উদ্যোগ নেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।