রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজিত মাধ্যমিক স্কুল পর্যায়ে বালিকা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে গত রোববার বিকালে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মরিয়মনগর উচ্চ বিদ্যালয় একাদশকে ১–০ গোলে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় ঘাটচেক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামশেদুল আলম। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্রীড়া সংস্থার সহ সভাপতি ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, উত্তরজেলা আওয়ামী লীগ সদস্য আকতার হোসেন খান, ক্রীড়া সংস্থার সহ সভাপতি হারুন অর রশীদ, সদস্য নুরুল আলম, আবদুল মালেক, সাংবাদিক জগলুল হুদা, মুক্তি সাধন বড়ুয়া, আলী আকবর, পিপলু বড়ুয়া, সোহেল খান প্রমুখ। শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ ট্রফিসহ পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।












