রাঙ্গুনিয়ায় মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৬ মে, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

বাংলাদেশ জমিয়তুল মোদাররেসিন রাঙ্গুনিয়া উপজেলা শাখার উদ্যোগে উপজেলার মাদ্রাসা সমূহের বিষয়ভিত্তিক সহকারী শিক্ষকদের জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল বৃহস্পতিবার নুরুল উলুম কামিল মাদ্রাসার সহায়তায় এবং মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক ব্যবস্থাপনায় দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন মাদ্রাসার ১২০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়তুল মোদাররেসিন উপজেলা সভাপতি অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর। প্রধান অতিথি ছিলেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি সৈয়দ মোহাম্মদ ওবায়দুল মোস্তফা ন্‌ঈমী। প্রধান আলোচক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী। উদ্বোধক ছিলেন মাদ্রাসা অধ্যক্ষ নাছির উদ্দীন তৈয়বী। প্রশিক্ষক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা, কর্ণফুলী মেট্রো থানার একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ তৈয়ব। উপস্থিত ছিলেন ইলিয়াস নূরী, অধ্যাপক নূর মোহাম্মদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে ভূমি সেবা সপ্তাহ
পরবর্তী নিবন্ধপূর্ব কোকদন্ডী ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা