রাঙ্গুনিয়ায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় হাফেজ শহিদুল্লাহ (২৭) নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মামলা দায়ের হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় রাঙ্গুনিয়া থানায় মামলাটি দায়ের করা হয়। জানা যায়, গত মঙ্গলবার দুপুরে উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ১নং ওয়ার্ড পূর্ব সৈয়দ বাড়ি এলাকায় ১২ বছর বয়সী এক শিশুকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেছিল অভিযুক্ত হাফেজ শহিদুল্লাহ। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চসিক) হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক শহিদুল্লাহ পলাতক রয়েছেন বলে জানা যায়।
স্থানীয় ইউপি সদস্য মো. ইসমাঈল বলেন, শিশুটিকে তার পরিবার আমার কাছে আনলে তার সাথে হওয়া নির্যাতনের বর্ণনা দিয়েছিল। অভিযুক্ত ওই মাদ্রাসা শিক্ষক এক সন্তানের জনক। তার বিরুদ্ধে ইতিপূর্বে এই ধরনের অভিযোগ শোনা গিয়েছিল। রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিলকী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে অভিযুক্ত শহিদুল্লাহকে পাওয়া যায়নি। এই ঘটনায় রাঙ্গুনিয়া থানায় ধর্ষণ মামলা নেওয়া হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম অঞ্চলের কৃষি : বর্তমান ও ভবিষ্যৎ
পরবর্তী নিবন্ধবাবলুর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল