রাঙ্গুনিয়ায় মাদকসহ গ্রেফতার দুই ব্যক্তি

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২ নভেম্বর, ২০২৫ at ৮:১৭ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে আট কেজি গাঁজা, ছিয়ানব্বই পিস ইয়াবা ট্যাবলেট, সাতটি মোবাইল এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার শিলক ইউনিয়নের ৬নং ওয়ার্ড নটুয়ারটিলা নতুনপাড়া এলাকার জাকির আহম্মদের ছেলে মো. শওকত (৪৫) এবং একই ইউনিয়নের ৭নং ওয়ার্ড দীঘিরপাড় ওয়াইদুরপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে মোহাম্মদ দৌলত হোসেন (৩২)। গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, শনিবার রাতে উপজেলার শিলক ইউনিয়নের ৬নং ওয়ার্ড এলাকার ধৃত ১নং আসামি মোঃ শওকতের বসতঘরের ভিতরে প্রথম তলার বিল্ডিং থেকে এসব মাদক উদ্ধার করা হয়। এই বিষয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়ায় ঈদে মিলাদুন্নবী ও ফাতেহায়ে ইয়াজদাহুমে ইজতিমা
পরবর্তী নিবন্ধসেক্টর কমান্ডার শহীদ মেজর নাজমুল হক স্মরণসভা