রাঙ্গুনিয়া উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম জমা দিয়েছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি রাঙ্গুনিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে প্রধান নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসানের হাতে মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান, উপজেলা এনসিপির সভাপতি রাশেদুল আলম চৌধুরীসহ ১২ দলীয় ঐক্য জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত ব্রিফিং এ ডাঃ এটিএম রেজাউল করিম বলেন, তিনি একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করেন। এ লক্ষ্যে নির্বাচন কমিশন ও প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে সবাইকে শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আহ্বান জানান।
ছবির ক্যাপশনঃ রাঙ্গুনিয়ায় মনোনয়ন ফরম জমা দিচ্ছেন দাঁড়িপাল্লার প্রার্থী ডাঃ এটিএম রেজাউল করিম।












