রাঙ্গুনিয়ার সীমান্তবর্তী রাঙ্গামাটির কাউখালী থানার সুগারমিল আদর্শগ্রাম এলাকার পোল্ট্রি ব্যবসায়ী মো. মামুন মাঝির (৩৮) বস্তাবন্দী দ্বিখন্ডিত লাশ উদ্ধারের ঘটনায় বিক্ষোভ কর্মসূচি করেছে এলাকাবাসী। গতকাল বুধবার সকালে আদর্শগ্রাম কলমপতি ৮ ও ৯ নং ওয়ার্ডসহ কাউখালী উপজেলার সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়ে স্থানীয়রা হত্যাকারী কামরুল ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। প্ল্যাকার্ড হাতে কর্মসূচিতে অংশ নেন নিহত মামুনের বৃদ্ধ পিতা মো. আলী আহাম্মদ ও সন্তান সিয়াম।
শুরুতে বিক্ষোভ মিছিল বের করা হয়। এটি আদর্শগ্রাম থেকে শুরু হয়ে কাউখালী উপজেলা সদরে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কলমপতি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, ৯ নং ওয়ার্ড ইউপি সদস্য রেজাউল করিম তালুকদার, রাঙামাটি জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক এম এ বাশার।