রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আমির কুলাল পাড়া এলাকায় দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের ড্রেনগুলো হাঁটু সমান আবর্জনায় পরিপূর্ণ হয়ে ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। এসব ড্রেন থেকে ছড়িয়ে পড়া পঁচা দুর্গন্ধ অনেক দূর পর্যন্ত ছড়িয়ে বাসিন্দাদের জন্য নাভিশ্বাসের পরিস্থিতি সৃষ্টি করেছিল।
বিভিন্ন সময়ে সমস্যাটি সংশ্লিষ্টদের নজরে আনা হলেও প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীর ভোগান্তি কমছিল না। অবশেষে ব্যক্তিগত উদ্যোগে এগিয়ে আসেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুহাম্মদ আনোয়ার ও মুহাম্মদ আলী নামে দুই ব্যক্তি। গতকাল শনিবার সকাল থেকে তারা ড্রেনেজ থেকে ময়লা ও আবর্জনা উঠিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। ড্রেনগুলো থেকে কোমর সমান ময়লা উঠিয়ে প্রায় এক কিলোমিটার অংশ পরিষ্কার করা হয়। এলাকাবাসী এই উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন এবং দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেন। উদ্যোক্তা মুহাম্মদ আনোয়ার বলেন, এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। ময়লা আবর্জনা ড্রেনে না ফেলে নির্ধারিত ডাস্টবিনে ফেলার আহ্বান রইল। ভবিষ্যতে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে এই ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে।












