চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় দ্যা স্কলার্স ফোরামের আয়োজনে ‘স্কলার বৃত্তি পরীক্ষা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বহুনির্বাচনী পদ্ধতিতে নেওয়া এই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে আগামী ৩০ নভেম্বর। পরীক্ষার ভারপ্রাপ্ত কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবু সায়েম। পরীক্ষা কেন্দ্রে ছিলেন প্রধান পৃষ্ঠপোষক সাজ্জাদুল ইসলাম সাজুর প্রতিনিধি মো. ইলিয়াছ, আহ্বায়ক আব্দুল গফুর, যুগ্ম আহ্বায়ক মো. কালু শাহ, সদস্য সচিব কাজী মোহাম্মদ আহসান উদ্দিন, যুগ্ম সচিব মোহাম্মদ নবীর হোসেন, পরীক্ষার নিয়ন্ত্রক মোহাম্মদ আলী হোসাইন, যুগ্ম পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ শাহ শাওন, পরিচালকবৃন্দ টিটু সেন, মোহাম্মদ খোরশেদ আলম, মো. জালাল উদ্দিন ও আজগর হোসেন।
কেন্দ্র পরিদর্শন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এম. ইকবাল হাসান, রাঙ্গুনিয়া মডেল ফাউন্ডেশনের সচিব করিম উদ্দিন হাছান, শিক্ষক নেতা ও প্রধান শিক্ষক মো. ইউসুফ, প্রদীপ কুমার নন্দী, রনজিত দত্ত, শায়লা শরমিন, দীপন বৈষ্ণব, দীপন দেওয়ানজী, নুরুল আলম, মালেকা বেগম, শম্ভু কান্তি বিশ্বাস, মোহাম্মদ নাজিম উদ্দিন, শাপুল চন্দ্র দাস, রঞ্জন কুমার বড়ুয়া, কাজল বিন্দু বনিক, কৃষিবিদ ইকবাল হোসেন প্রমুখ। এবারের বৃত্তি পরীক্ষায় ৩য় থেকে ৫ম শ্রেণির প্রায় শতাধিক বিদ্যালয়ের মোট ১ হাজার ৫৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।












