রাঙ্গুনিয়া থেকে বিভিন্ন কোম্পানির নকল সিগারেট জব্দ করেছে র্যাব–৭। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার রাজানগর ইউনিয়নের রানীরহাট থেকে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়। র্যাব ৭ কার্যালয় সূত্র জানায়, অভিযান চালিয়ে নামী–দামী কোম্পানির ১৪২০ শলাকা নকল সিগারেট ও সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আনা এক লাখ ১৮ হাজার ৮৬০ শলাকা দেশীয় কোম্পানির নকল সিগারেট জব্দ করা হয়।












