বিধিনিষেধ অমান্য করায় রাঙ্গুনিয়ার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২২টি মামলায় ৮ হাজার ৮০০ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।
আজ মঙ্গলবার (২৭ জুলাই) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফতেখার ইউনুস ও সহকারী কমিশনার (ভূমি) রাজিব চৌধুরী উপজেলার বিভিন্ন স্থানে পৃথক এই অভিযান পরিচালনা করে মামলা ও জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার ইছাখালী, শান্তিরহাট সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছেন ইউএনও ইফতেখার ইউনুস।
এসময় তিনি ১৪ মামলায় ২,৮০০ টাকা জরিমানা আদায় করেন।
অন্যদিকে রোয়াজারহাট, মরিয়মনগর, লিচুবাগান ও দোভাষীবাজার এলাকায় অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব চৌধুরী।
এসময় সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ৮টি মামলায় মোট ৬ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চললেও দিনভর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক দেখা যায়। এমনকি সাধারণ মানুষকেও স্বাস্থ্যবিধি না মেনে ঘোরাফেরা করতে দেখা গেছে।
পোমরা ইউনিয়নের মালিরহাট এলাকায় গিয়ে দেখা যায়, সকাল থেকেই নির্দিষ্ট সময়ের পরও সব দোকানপাট খোলা ছিল। সড়কে আপন মনে ঘুরে বেড়ানোর পাশাপাশি দোকানে বসে আড্ডা মারছে সাধারণ মানুষ। একই অবস্থা ছিল রাঙ্গুনিয়ার সর্বত্র।
এই বিষয়ে ইউএনও ইফতেখার ইউনুস বলেন, “অভিযানকালে অর্থদণ্ড প্রদান করার পাশাপাশি সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি প্রতিপালনে সচেতন করা হয়। তবে সাধারণ মানুষ নিজে থেকে সচেতন না হলে বিধিনিষেধ মানানো সম্ভব নয়।”
তিনি সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।