রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষকের মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | বুধবার , ৬ অক্টোবর, ২০২১ at ৭:৪০ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুহাম্মদ নাজিম হোসেন (৩৫) নামে এক কলেজ শিক্ষকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৬ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার বেতাগী ইউনিয়নের ৬নং ওয়ার্ড তিনসৌদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত শিক্ষক নাজিম হোসেন ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং ওই গ্রামের দৌলত তালুকদার বাড়ির মো. আলম মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য জানে আলম জানান, আজ বুধবার বিকালের দিকে নিজ ভবনের ছাদে উঠেছিলেন শিক্ষক নাজিম। তার ভবনের উপর দিয়ে ছিল ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তার। দুর্ঘটনাবশত ওই বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তিনি মৃত্যুবরণ করেন।

তিনি আরও বলেন, “নিহত নাজিম উদ্দিন পরিবারের দুই ভাইয়ের মধ্যে ছোট। তার স্ত্রী ও ১ ছেলে সন্তান আছে। একই দিন রাত ৮টার দিকে নূর আহাম্মদ শাহ মাজার প্রাঙ্গণে জানাজা নামাজ শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনানী বিক্রি করে দিয়েছিলেন নবজাতক নাতিকে
পরবর্তী নিবন্ধহাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও জরিমানা আদায়