রাঙ্গুনিয়া উপজেলার উত্তর রাঙ্গুনিয়া উচ্চ বিদ্যালয়ে পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি ক্লাস নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান। তিনি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। বিদ্যালয়ে উপস্থিত হয়ে ইউএনও কামরুল হাসান শিক্ষার্থীদের পাঠ্যবই থেকে প্রশ্নোত্তর করেন এবং তাদের মনোযোগসহকারে পড়াশোনায় আগ্রহী হওয়ার পরামর্শ দেন। পাশাপাশি তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের শৃঙ্খলা ও পাঠদানের মান যাচাই করেন।
এসময় ইউএনও বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না থেকে জ্ঞান, নৈতিকতা ও শৃঙ্খলা অর্জনের দিকেও গুরুত্ব দিতে হবে। আগামী দিনের নেতৃত্ব গড়ে তুলতে হলে শিক্ষার প্রতি মনোযোগী হওয়া সবচেয়ে জরুরি। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সুমন শর্মা এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুন অর রশীদসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। পরে তিনি একই স্কুলে রাঙ্গুনিয়ায় ১০ দিনব্যাপী গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আনসার কমান্ডার শামীমা আক্তার। শেষে প্রশিক্ষণ সমাপ্তি উপলক্ষে অংশগ্রহণকারী ১০০ জনের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।












