রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজার ও মহল্লায় রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী।
শনিবার (৯ আগস্ট) উপজেলার পদুয়া ইউনিয়নে এবং এরআগে শুক্রবার কোদালা ইউনিয়নে প্রচারণা চালান তিনি। কোদালায় প্রচারণা শেষে রাইখালী সুলতানীয়া মাদ্রাসা প্রাঙ্গণে শিক্ষক ও ছাত্রদের সাথে নিয়ে ফলজ বৃক্ষচারা রোপণ করেন তিনি। এ সময় তিনি বলেন, আমাদের সকলকে জনকল্যাণমুখী রাজনীতি করে জনগণের মন জয় করতে হবে। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকবে হবে।