রাঙ্গুনিয়ায় একদিনের ব্যবধানে আবারও খুনের ঘটনা ঘটেছে। এবার বাড়ি ফেরার পথে উপজেলার লালানগর ইউনিয়নের ঘাগড়া খিলমোগল এলাকায় এক রাজমিস্ত্রীকে জবাই করে হত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। পরে স্থানীয়রা মসজিদের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত যুবকের নাম খোরশেদ আলম (২৮)। তিনি লালানগর ইউনিয়নের ঘাগড়া খিলমোগল তালুকদার পাড়ার বাসিন্দা আব্দুল খালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, খোরশেদ গতকাল রাতে বাজার থেকে কেনাকাটা করে বাড়ি ফেরার কথা জানান পরিবারের সদস্যদের। তবে এরমধ্যে খবর আসে, স্থানীয় মসজিদের পাশে তার রক্তাক্ত মরদেহ পড়ে রয়েছে। পরে তার গলাতে জবাই করে হত্যার চিহ্ন পাওয়া যায়। থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। এর একদিন আগে উপজেলার সরফভাটা সিকদারপাড়া এলাকায় প্রতিবেশীর ছুরিকাঘাতে মো. রহমত নামে এক দিনমজুর খুন হন।
এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানান, খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে জবাই করে তাকে খুন করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এই। ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।