রাঙ্গুনিয়ায় বাস-চাঁদের গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ১০

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২ অক্টোবর, ২০২২ at ৩:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাস ও চাঁদের গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী।

রোববার (২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম রাঙামাটি সড়কের রাঙ্গুনিয়ার রাজানগর ইউনিয়নের ঠান্ডাছড়ি পাইন-বাগান সংলগ্ন কাশখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম জেসাউ প্রু মারমা (২৫)। সে দুর্ঘটনাকবলিত চাঁদের গাড়ির হেলপার এবং রাঙামাটি জেলার কাউখালী থানার মাঝের পাড়া এলাকার বাসিন্দা। চালকের অবস্থাও আশংকাজনক বলে জানা গেছে। আহতদের পুলিশ ও স্থানীয়দের সহায়তায় আশেপাশের হাসপাতাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) পাঠানো হয়েছে।

সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ থেকে ন্যাশনাল লাইফ ইন্সুইরেন্স কোম্পানির একটি দল ভ্রমণের উদ্দেশ্যে গত শনিবার রাঙামাটি আসে। সেখান থেকে রোববার ভোরে শ্যামলী পরিবহনের একটি বাসে করে রাঙামাটি থেকে কক্সবাজার যাচ্ছিল। যাওয়ার পথে বাসটি রাঙ্গুনিয়ার রাণীরহাটের কাছাকাছি ঠান্ডাছড়ি পাইন বাগান এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি চাঁদের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চাঁদের গাড়ির চালক ও হেলপার গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হলে হেলপার জেসাউ প্রু মারমাকে মৃত ঘোষণা করে এবং চালককে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়। অন্যদিকে বাসের ১০ জনের অধিক যাত্রী আহত হন। তাদেরও আশেপাশের হাসপাতালে পাঠানো হয়।

রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, গাড়ি দু’টি থানায় জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত ১১
পরবর্তী নিবন্ধকুবিতে ছাত্রলীগের অস্ত্র মহড়ায় হল বন্ধ, পরীক্ষা স্থগিত