রাঙ্গুনিয়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

রাঙ্গুনিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:৪৯ অপরাহ্ণ

রাঙ্গুনিয়ায় গরুর জন্য রাখা বালতির পানিতে পড়ে ১৫ মাস বয়সী এক কন্যা শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার(৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নেজাম শাহ পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত শিশুটির নাম জান্নাতুল আদন। সে ওই এলাকার তাজুল ইসলামের কন্যা।

শিশুটির বাবা তাজুল ইসলাম জানান, শিশু আদন ঘরের বাইরে খেলছিল। এসময় বাড়ির অন্যরা সবাই কাজে ব্যস্ত ছিল। হঠাৎ আদনকে দেখতে না পেয়ে সবাই খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ির উঠানে গরুর জন্য রাখা বালতির পানিতে তার নিথর দেহ দেখতে পায় স্বজনরা। তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আদন পরিবারের তিন কন্যার মধ্যে সবার ছোট সন্তান ছিল।

এদিকে, শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ মঙ্গলবার আদনের মরদেহ দাফন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসিআরবি ছাড়া অন্যত্র হাসপাতাল হলে আমরা স্বাগত জানাব
পরবর্তী নিবন্ধবাঁশখালীতে র‌্যাব-পুলিশের হাতে গ্রেফতার ২