রাঙ্গুনিয়ায় বাজারে যুবদলের পরিচ্ছন্নতা কার্যক্রম

রাঙ্গুনিয়া প্রতিনিধি | সোমবার , ২২ সেপ্টেম্বর, ২০২৫ at ৮:৫৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ক্ষেত্রবাজারে যুবদলের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর জনগণের চলাচলের সুবিধার্থে ক্ষেত্রবাজারে রাস্তা সংস্কার করা হয় এবং আবর্জনাগুলো পরিষ্কার করা হয়। এই কার্যক্রমে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী। এসময় তিনি বলেন, দল মত নির্বিশেষে আমাদেরকে দেশ ও দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকতে হবে। রাঙ্গুনিয়াকে একটি পরিচ্ছন্ন মডেল উপজেলায় পরিণত করতে হলে যার যার অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।

এসময় স্থানীয় বিএনপি, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিচ্ছন্নতা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন স্থানীয় জনসাধারণ।

পূর্ববর্তী নিবন্ধদেশবাসীকে বিভ্রান্ত করতে জামায়াত পিআর নিয়ে আন্দোলন করছে
পরবর্তী নিবন্ধকানে পেন্সিল রাখে বলে বাকলিয়াবাসীকে তুচ্ছ তাচ্ছিল্য করার সুযোগ নেই